দক্ষিণে ‘গলাকাটা’ গুজব!

৮ জুলাই, ২০১৯ ১৬:৪২  
দেশের দক্ষিণাঞ্চলে ফেসবুক ও ম্যাসেঞ্জারে ক্ষুদে বার্তা পাঠিয়ে ‘গলাকাটা বা ছেলে ধরা’র গুজব রটেছে। বিভিন্ন কারণ দেখিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই গুজব। এই নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ছেলেধরা বা গলাকাটা গুজবটি মহামারি রূপে ছড়িয়ে পরছে। অভিভাবকমহলে এমন আতংক ব্যাপক প্রভাব ফেলছে। তবে গলাকাটা বা ছেলে ধরার ঘটনাকে ‘গুজব’ আখ্যা দিয়ে এই গুজব ছড়ানোর নেপথ্যে কারা তাদের সনাক্তের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। বরিশাল জেলার জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, এগুলো নিত্যান্তই গুজব। প্রাচীন যুগে এমন গল্পকাহিনী মানুষ বিশ্বাস করতো। মানুষ এখন আধুনিক। অযৌক্তিক এসব কথায় বিশ্বাস করবে কেন? তাই এসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।